চার্জশিট দাখিলের সময় তিনি বলেন, ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্তে ট্রাইব্যুনালের এই কক্ষে দাঁড়িয়ে নিজেকে শুধু একজন আইনজীবী হিসেবেই নয় বরং ইতিহাসের এক তাজা রক্তাক্ত অধ্যায়ের সশ্রদ্ধ ভাষ্যকার হিসেবে নিজেকে তুলে ধরছেন।
মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন এ পর্যন্ত চারশোর মতো অভিযোগ ট্রাইব্যুনালে এসেছে। এসব অভিযোগ যাচাই-বাছাই ও পর্যালোচনা করে ১৮-১৯টি মামলা করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছে দুটি মামলা। একটি হচ্ছে গণহত্যার অভিযোগে।